ভোলা: স্বচ্ছ বিচার ব্যবস্থা ও বিচার প্রার্থীদের সুবিধার্থে ভোলা জজকোর্টে চালু হয়েছে ডিজিটাল কজলিস্ট (কার্যতালিকা) ডিসপ্লে বোর্ড।
রোববার (৩১ অক্টোবর) সকালে এ ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওসমান গনিসহ অন্যান্য বিচারকরা।
এ সার্ভিসটি চালুর মধ্য দিয়ে বিচার প্রার্থীরা হয়রানি থেকে রক্ষা পাবেন। প্রতিদিনের মামলার তারিখ, কতোটি মামলা প্রতিদিন উঠবে, তা এ তালিকা থেকেই জানতে পারবেন সবাই।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসআই