চুয়াডাঙ্গা: ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আদালতে তাদের হাজির করে সবাইকে সাত দিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা গোপাল দাস বলেন, রোববার বিকেলে চারজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম জাহাঙ্গীর কবির বলেন, শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় আটকদের আদালতে না তুলেই কারাগারে পাঠানো হয়েছিল। আজ রোববার তাদের আদালতে তোলা হয়।
জানা যায়, আদিয়ান মার্টের প্রতারণার শিকার হয়ে আতিকুর রহমান উজ্জ্বল নামে এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর শুক্রবার র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাহমুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে আটক করে।
**আদিয়ান মার্টের সিইওসহ আটক ৪
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আরএ