গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধন্দিয়া গ্রামে আগুনে পুড়ে নূরজাহান বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যূ হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্যের পিএ খায়রুল ইসলাম। তাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, শনিবার (৩০ অক্টোবর) দিনগত গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই দম্পতির বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে সংসারিক কাজে ব্যস্ত নুরজাহান বেগম আগুনে ঝলসে যান। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।
হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী সাজু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আরএ