ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্রূপকারীরাই বলছে সম্ভাবনাময় বাংলাদেশ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
বিদ্রূপকারীরাই বলছে সম্ভাবনাময় বাংলাদেশ

সাভার (ঢাকা): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বটমলেস বাস্কেট বলে যারা আমাদের দেশকে বিদ্রূপ করতো, তারাই আজ বলে সম্ভাবনাময় বাংলাদেশ। এটার জন্য যে দক্ষতা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব দরকার তা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।

তার নির্দেশনায় আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি।  

রোববার (৩১ অক্টোবর) দুপুরে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন। তিনি বলেছিলেন ২০০৮ নির্বাচিত হলে পাল্টে দেবেন বাংলাদেশকে। যথার্থভাবেই সেই কাজ তিনি করেছেন। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল। তার নিদর্শনা স্বরূপ আজকের এই কারখানার অগ্রগতি। প্রধানমন্ত্রী জনগণকে বুঝিয়ে দিয়েছেন, তিনি যা বলেন তাই করেন। তিনি ক্ষমতায় থাকলেই দেশ এগিয়ে যাবে। অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশের ঘোষণা দিয়েছেন সেটা তিনিই করতে পারবেন।

তিনি বলেন, যারা বটমলেস বাসকেট বলে আমাদের বিদ্রূপ করত আজকে তারাই বলে এটা সম্ভাবনাময় বাংলাদেশ। আমরা যে দুর্বার ও অপ্রতিরোদ্ধ গতিতে এগিয়ে চলছি। তারই ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের শিল্পকারখানাগুলোও সমান তালে এগিয়ে যাচ্ছে।

ইফাদ অটোস লিমিটেডের গাড়ি সংযোজন এবং এসি, নন-এসি বাসের বডি ও ট্রাকের কেবিন প্রস্তুত কারখানা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।  

এসময় তিনি বলেন, ইফাদ গ্রুপ বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠান। বিভিন্ন মডেলের বাস-ট্রাক ও কাভার্ডভ্যান বাজারজাত করার মাধ্যমে তারা পরিবহন খাতে বিশেষ অবদান রাখছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গাড়ি সংযোজনকারী হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে গাড়ি উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু জানান, বেসরকারি উদ্যোগে বাংলাদেশে নব দিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস লিমিটেড। বেশ কয়েক বছর ধরে এই কারখানায় বিভিন্ন ধরনের গাড়ি সংযোজন করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিক থেকে বিলাসবহুল এসি, নন-এসি বাসের বডি তৈরি করা হচ্ছে।  

তিনি জানান, বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানি করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হচ্ছে।

ইফতেখার আহমেদ টিপু বলেন, বাংলাদেশে বিগত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আমদানিকৃত গাড়িতে আমদানি বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস লিমিটেড বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশে শিল্পবান্ধব অবস্থার পরিপ্রেক্ষিতে এই কারখানা স্থাপন করেছে। গাড়ি সংযোজন এবং বডি তৈরির ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।  
অন্যদিকে, দেশের অনেক ছোট ছোট বিশেষায়িত কারখানায় তাদের উৎপাদিত মানসম্পন্ন বিভিন্ন পণ্য এই সংযোজন কারখানায় সরবরাহের দ্বার উন্মোচন হয়েছে।

জানা যায়, ইফাদ অটোস লিমিটেড ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ে স্থাপন করেছে বেসরকারি উদ্যোগে দেশের সর্ববৃহৎ গাড়ি সংযোজন ও এসি, নন-এসি বাস-ট্রাকের কেবিন প্রস্তুত কারখানা। বিশ্ব বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভারতের অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই কারখানায় প্রতিবছর ১০ হাজারেরও বেশি গাড়ি সংযোজন করা হয়। একইসঙ্গে কারখানাটিতে আধুনিক ও বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারি বাস ও ট্রাকের কেবিন তৈরি হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-২০ আসনের জাতীয় সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।