ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার সোহাদিয়া সাতখামাইর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিঠুন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাতখামাইর-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

মিঠুন জেলার কাপাসিয়া উপজেলার চৌয়াড়াপাড়া এলাকার আবুল হারিজের ছেলে।

জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে মিঠুন তার ভাইকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় নামিয়ে দিতে যায়। পরে বাসায় ফেরার পথে সাতখামাইর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের খুঁটির সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লেগে গুরুতর আহত হয় মিঠুন। এলাকাবাসী তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১ 
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।