বরগুনা: বরগুনায় টাকা ও মোটরসাইকেল না কিনে দিতে পারায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ওমর ফারুকের (২৫) বিরুদ্ধে।
ফারুক সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে খজুরতলা গ্রামের ফখরুদ্দীন মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে গৃহবধূর বাবার বাড়ি বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দেড় বছর আগে ওমর ফারুক ভালোবেসে বিয়ে করে ফুলতলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে শারমিন আক্তারকে (২০)। বিয়ের কয়েকদিন পর থেকেই টাকা ও মোটরসাইকেল চেয়ে শারমিনকে নির্যাতন শুরু করে।
এক পর্যায়ে বাধ্য হয়ে মায়ের কাছ থেকে মোটরসাইকেল কেনার জন্য ৫০ হাজার টাকা এনে দেয় শারমিন। কিন্তু ফারুক মোটরসাইকেল না কিনে সেই টাকা খরচ করে ফেলে। পরে আবার শারমিনকে টাকার জন্য জোর করতে থাকে। কিন্তু টাকা না পেয়ে শারমিনকে রেখে ঢাকায় চলে যায় ফারুক। একপর্যায়ে মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বললে সে বাড়িতে আসে। এসে মোটরসাইকেল না পেয়ে শারমিনকে মারধর করে পালিয়ে যায়। এরপর শারমিনের মা-বাবা এসে তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়।
শারমিন বলেন, ফারুক যাতে বাড়ি আসে তাই তাকে মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলি। পরেরদিনই ফারুক বাড়ি চলে আসে। এসে মোটরসাইকেল না পেয়ে আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়, গলা টিপে ধরে। জ্বলন্ত সিগারেট দিয়ে আমার হাত পুড়ে দেয়।
শারমিনের বাবা নুরুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ। ফারুক সবসময় আমাদের কাছে টাকা চাইতো, আমরা এত টাকা পাবো কই। সবকিছু বুঝিয়ে বলার পরেও ফারুক বারবার আমার মেয়েকে নির্যাতন করতো। এ বিষয়ে অনেকবার চেষ্টা করার পরেও অভিযুক্ত ফারুকের ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
কেএআর