ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসচাপায় প্রাণ গেল শিশুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
সিলেটে বাসচাপায় প্রাণ গেল শিশুর

সিলেট: সিলেটে বিআরটিসি বাসের চাপায় রিমা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রিমা বেগম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিমছাপুর গ্রামের মৃত সম্রাজ আলীর মেয়ে। সে তার মায়ের সঙ্গে ভোলাগঞ্জের সিরাজ মিয়ার বাড়িতে থাকতো।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘণ্টা কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ভোলাগঞ্জ দশ নম্বরগামী বিআরটিসি বাস বেপরোয়া গতিতে বঙ্গবন্ধু মহাসড়ক দিয়ে যাচ্ছিলো। এ সময় ওই শিশু রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বেপরোয়া গতির বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফয়েজ আহাম্মদ বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।