সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নির্বাচনী বিরোধীতার জেরে প্রতিপক্ষের হামলায় মো. শিহান (১৬) নামে নৌকা প্রার্থীর এক কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার যাদবপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ এ অভিযোগ করেন।
সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিহান মারা গেছে বলে জানা গেছে।
এর আগে রোববার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
শিহান ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুল মজিদ বাংলানিউজকে বলেন, শিহান আমার ফুফাতো ভাই ও কর্মী ছিল। প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মিজুর ভাইসহ তার লোকজন অনেক দিন ধরেই আমার লোকদের হুমকি ধমকি দিয়ে আসছিল। রোববার লেবু বিক্রি শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ৩-৪ জন শিহান ও আলমগীকে ডেকে আমছিমুর উত্তর পাড়া হাইস্কুলের পাশে নিয়ে যায়। এসময় তাদের মারধর করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মিজুর ভাইসহ তার লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্দার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিহান। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
অভিযুক্ত যাদবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজু বলেন, কারো সঙ্গে তো আমাদের কিছু হয় নাই। গতকাল আমাদের গ্রামের দুইটা ছেলেকে মারধর কইরা হাত-পা ভাইঙা দিছে শুনলাম। পরে হাসপাতালে একটা মারা গেছে। আরেকজন আহত যে আছে, সে না কি তিনজনের নাম বলছেও শুনলাম।
কি কারণে মারধর করা হয়েছে এ বিষয়ে তিনি বলেন, এতকিছু তো জানি না। তবে ওরা চুরিটুরি করতো শুনছি। নিজেগো মইদ্দে মারামারি।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী বলেন, রাজধানীর পঙ্গু হাসপাতালে থাকা কিশোরের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এছাড়া আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
আরএ