ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দাদার শেষকৃত্য স্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
দাদার শেষকৃত্য স্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতির মৃত্যু ...

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য আয়োজন স্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (৩১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।

পরে ভোররাতে একই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত যুবকের শেষকৃত্যে সম্পাদন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে নিহত যুবকের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা রোববার বিকেল থেকে শুরু হয়ে রাতে শেষ হয়।

শেষকৃত্যের আচার অনুষ্ঠান চলাকালীন রাত নেমে যাওয়ায় বাসায় আয়োজন স্থল আলোকিত করার জন্য ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বাংলানিউজকে জানান, নিহত যুবকের দাদার শেষকৃত্য সম্পন্নের পরেই বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি ঝিনুকের মৃত্যু হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বাংলানিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।