গ্লাসগো (স্কটল্যান্ড) থেকে: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে গ্লাসগোর কপ-২৬ সম্মেলনের ইউকে মিটিং রুমে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে দুই প্রধানমন্ত্রী। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকেও দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এমইউএম/এএটি