ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
ফেনীতে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

ফেনী: ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে আবু ইউসুফ নামে (৩৫) এক বখাটেকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ নভেম্বর) সকালে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মুখে বক্তব্য শুনে এ রায় দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দক্ষিণ পূর্ব চরচান্দিয়া আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ের তিনজন ছাত্রীকে একই এলাকার ফকির আহমদের ছেলে বখাটে দিনমজুর আবু ইউসুফ বিগত দুই সপ্তাহ ধরে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে আসছে। এ ঘটনা ছাত্রীগুলো তাদের স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের অবহিত করেন। সে সূত্রে সকালে প্রতিদিনের মতো ওই ছাত্রীদেরকে স্কুলের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে কয়েকজন অভিভাবক তাদের পেছনে পেছনে সতর্ক অবস্থায় আসতে থাকে। তারা বখাটের গতিবিধি পর্যবেক্ষণ করেন। প্রতিদিনের মতো সকালেও বহদ্দারহাটে এলাকায় ইউসুফ ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার সময় অভিভাবক ও স্থানীয়রা তাৎক্ষণিক আটক মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে বিষয়টি সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিককে জানালে তিনি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ছাত্রীদের বক্তব্য শুনে ইউসুফকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে ইউসুফ দোষ স্বীকার করে ক্ষমা চান এবং জানান তার স্ত্রী সন্তান সম্ভবা অন্তঃস্বত্ত্বা। তাই ভবিষ্যতের জন্য সতর্ক করে মানবিক কারণে সাজা কমিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।