ঢাকা: রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় পরস্পরের ছুরিকাঘাতে দুই বাক প্রতিবন্ধী যুবক আহত হয়েছেন।
আহতরা হলেন- জনি বাবু (২৫) ও মোবারক (৩০)।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজয়নগর বধির স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বধির সংস্থার সাইন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের পরিচালক মানোয়ার হোসেন বলেন, সন্ধ্যায় খবর পাই যে বধির স্কুলের সামনে নিজেদের মধ্যেই মারামারিতে তারা আহত হন। পরে সেখানে গিয়ে তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
তিনি বলেন, আহত জনির বাড়ি বগুড়ায়। নারায়ণগঞ্জে শ্বশুর বাড়িতে থাকেন তিনি। আর মোবারক আজ সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন। কী কারণে তাদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানি না।
এদিকে আহত মোবারক সাইন ল্যাঙ্গুয়েজে তাদের লোকজনদের জানান, সন্ধ্যায় তিনি যখন বধির স্কুলের সামনে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান, তখন রানাসহ তিন -চারজন বধির মিলে জনিকে মারধর করছিল। তাদের হাত থেকে জনিকে বাঁচাতে গেলে মোবারকের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদের দু’জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। জনির ঘাড়ে ও পায়ে আঘাত রয়েছে। আর মোবারকের মাথায় আঘাত। ঘটনাটি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
এজেডএস/এসআই