ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জাসদ নেত্রী শিরীন আখতারের মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
জাসদ নেত্রী শিরীন আখতারের মায়ের মৃত্যু

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতারের মাতা রাহেনা আখতার মৃত্যুবরণ করেছেন।  

বুধবার (৩ নভেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠলেও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি ৪ কন্যা, ৩ ছেলে, ৪ জামাতা, ৩ পুত্রবধু, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাদ জোহর ধানমন্ডি মধুবাজার জামে মসজিদে জানাজার নামাজ শেষে মরহুমাকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম এক শোকবার্তায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতারের মহীয়সী মাতা রাহেনা আখতারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।