ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিছিল শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন রাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
মিছিল শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন  রাকিব রাকিবুল ইসলাম।

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম রাকিব (২২) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী।

তার নাম জনি আহমেদ (২৩)। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হিন্দা কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হিন্দা বিলপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। জনি একই এলাকার প্রবাসী বয়েন উদ্দীনের ছেলে।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. জাকির হোসেন জানান, তেঁতুলবাড়িয়া ইউপি নির্বাচনে ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খোকন হোসেন। বুধবার রাতে তার নির্বাচনী মিছিলে বন্ধু জনিকে নিয়ে অংশ নিয়েছিলেন রাকিবুল। মিছিল শেষে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা।

পথে হিন্দা কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।