ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৩৪ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৩৪ কেজির বাঘাইড় বাঘাইড়

ফ‌রিদপু‌র: ফ‌রিদপু‌রের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী‌তে শান্তা হাওলাদার নামে এক জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

বৃহস্প‌তিবার (৪ নভেম্বর) সকালে ওই  জে‌লের জা‌লে মাছটি ধরা পড়ে।

মাছ‌টি রিপন না‌মে স্থানীয় এক মাছ ব্যবসায়ী উপজেলার গোপালপুর ঘাট থেকে ৩৭ হাজার টাকা দি‌য়ে কি‌নে‌ নেন।

রিপন বাংলানিউজকে বলেন, মাছটি আমি ৩৭ হাজার টাকা নিয়ে কিনেছি। এরপর চরভদ্রাসন সদর বাজারে বিশ‌টি ভাগ ক‌রে প্র‌তি ভাগ দুই হাজার টাকায় বিক্রয় করি।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, বাঘাইড় পদ্মার একটি বিখ্যাত মাছ। মাঝে মাঝে জেলের জালে ধরা পড়ে এটি। এখানে পদ্মায় বাঘাইড় পাওয়া যাচ্ছে, এটা এ অঞ্চলের জন্য ইতিবাচক খবর।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।