কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর ‘চাপাইগাছি বাউল ক্লাব’ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাপান খেলা।
বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে এ খেলা শুরু হয়।
শেষ বিকেল পর্যন্ত উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি বাজারে এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসেন ১১জন সাপুড়ে। র্দীঘদিন পর গ্রাম-বাংলার ঐতহ্যিবাহী এ ঝাপান খেলা দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমান।
খেলার নিয়ম ছিল- প্রতিযোগীদের সাপকে ফনা তুলে উচুঁ করে দাঁড়িয়ে থাকতে হবে। যে সাপুড়ের সাপ বেশিক্ষণ এবং যত বেশি উচ্চতায় দাঁড়িয়ে থাকতে পারবে সে সাপুড়ে বিজয়ী হবেন।
ঝাপান খেলা প্রতিযোগীতায় সাপকে ২৪ ইঞ্চি উচ্চতায় তুলে প্রথম স্থান অধিকার করেন রাজবাড়ি জেলার পাংশা উপজলোর বৃত্তিপাড়ার পাঁচু সাপুড়ে। ২৩ ইঞ্চি উচ্চতায় তুলে দ্বিতীয় স্থান অধকিার করেন একই এলাকার দুলু সাপুড়ে।
প্রতিযোগিতার আয়োজক কমটির সভাপতি লিটন প্রমাণিক বাংলানিউজকে জানান, আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ঝাপান খেলা কালের বির্বতনে হারিয়ে যেতে বসেছে। তাই এ খেলার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে আয়োজকরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০২১
জেডএ