ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুরবাড়ির ফটকে মিলল গরু ব্যবসায়ীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
শ্বশুরবাড়ির ফটকে মিলল গরু ব্যবসায়ীর মরদেহ

সিলেট: সিলেটে শ্বশুরবাড়ির ফটক থেকে আরশ আলী (৫০) নামে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে বিশ্বনাথ উপজেলার দতা গ্রামে শ্বশুরবাড়ির ফটকে গ্রিলের সঙ্গে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এক সন্তানের জনক নিহত আরশ আলীর বাড়ি অন্য উপজেলায় হলেও গরু ব্যবসার সুবাদে তিনি শ্বশুরালয়ে সপরিবারে থাকতেন।  

নিহতের স্বজনরা জানায়, বুধবার (৩ নভেম্বর) ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যান আরশ আলী। এরপর রাতে আর বাড়ি ফিরেননি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে দাবি পরিবারের।  

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি আতাউর রহমান বাংলানিউজকে বলেন, গরু ব্যবসার সুবাদে নিহত আরশ আলী তার শ্বশুরবাড়িতে থাকতেন। ভোরে এলাকার আরেক লোক তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর সকাল ১০টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সুরতহালে নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এরপরও তার মৃত্যুর নেপথ্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।