নওগাঁ: নওগাঁয় প্রিমিয়ার ব্যাংকের সিঁড়িতে হামিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।
বুধবার (৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল বাংলানিউজকে জানান, টাকা জমা দেওয়ার জন্য সকালে ব্যাংকে আসেন হামিদুল। এসময় সিঁড়িতে এক ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করেন। এসময় তার কাছে থেকে টাকা নেওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। তখন ওই ছিনতাইকারী পালিয়ে যান। এ ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রিমিয়ার ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেহেতু ঘটনাটি সিঁড়িতে ঘটেছে ফলে ওই ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। আমরা আইনয়ের সহায়তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এনটি