ঢাকা: ’৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বহুবার সংবিধান ক্ষত-বিক্ষত করা হয় বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
৫০তম সংবিধান দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ৩টার দিকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ‘সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষাকবচ ’৭২-এর সংবিধান’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ৪ নবেম্বর ১৯৭২, বাঙালি জাতির জীবনের উজ্জ্বল দিন। এই দিনে বঙ্গবন্ধু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান প্রণয়ন করেন। ৭২-এর ৪ নভেম্বর গণপরিষদে জাতির পিতা ভাষণে বলেছিলেন, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই সংবিধান। ৭২-এর সংবিধান আমাদের জাতির দীর্ঘ ২৪ বছরের আন্দোলনের প্রতিফলন। অনেক আলোচনা হচ্ছে যে, ৭২-এর সংবিধানে চারটি স্তম্ভ যেভাবে ছিল এখন সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। ৭৫-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বহুবার সংবিধান ক্ষত-বিক্ষত করা হয়। পরবর্তীতে মহামান্য আদালত অনেকগুলো সংশোধনী অবৈধ ঘোষণা করেছে।
বঙ্গবন্ধুর সংবিধানের লক্ষ্যগুলো অর্জনের অব্যাহতভাবে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ৭২-এর সংবিধানের মূল ধারণাগুলোকে ধারণ করতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। সংবিধানের শোষণমুক্ত, সামাজিক ন্যায়বিচারের লক্ষ্য অর্জনের জন্য জাতির পিতার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বাধীনতার ঘোষণাপত্রের অন্যতম রচয়িতা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
আরকেআর/জেএইচটি