ঢাকা: বিসিকের সাবেক ডিজিএম ও বরিশাল মহিলা ক্লাবের সহ-সভাপতি রত্নাগর্ভা নুরজাহান মোতালেব (৮৩) বার্ধক্যজনিত রোগে বুধবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এদিন সন্ধ্যায় জানাজা শেষে বরিশাল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি বরিশাল নগরের শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা ছিলেন। ‘রত্নাগর্ভা’ হিসেবে পুরস্কারপ্রাপ্ত নুরজাহান মোতালেব যুক্তরাজ্য থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন এবং সমাজসেবায় প্রভূত অবদান রাখেন।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর, ০৪, ২০২১
এসএমএকে/আরবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।