রংপুর: কোনো ঘোষণা ছাড়াই ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রংপুর জেলা মটর মালিক সমিতির কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশের ৭০ শতাংশ অর্থনীতি সড়ক পথে নির্ভরশীল। গাড়ির চাকা না ঘুরলে স্থবির হবে সবকিছু। হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো ঠিক হয়নি। এটি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত। পরিবহন মালিক সমিতির সঙ্গে কোনো আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নেওয়ায় সারাদেশে এর প্রভাব পড়বে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গা বলেন, ২০১৩ সালের পর থেকে পরিবহন মালিক সমিতি কোনো দাবি নিয়ে আন্দোলনে যায়নি। এবারও এ ইস্যুতে তারা আন্দোলনে মাঠে যেতে চান না। তবে সরকারের এমন সিদ্ধান্ত পরিবহন শিল্পকে ধ্বংসের পথে নিয়ে যাবে। সবকিছুর দাম হু হু করে বাড়ছে।
তিনি বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন পরিবহন সংগঠন ও মালিক সমিতির নেতারা আন্দোলন কর্মসূচি ঘোষণার জন্য চাপ দিচ্ছেন। যেহেতু প্রধানমন্ত্রী দেশের বাইরে তাই কোনো কর্মসূচি দেওয়া যাচ্ছে না। তবে অঘোষিতভাবে কিছু সংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়েছে।
হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের মূল্য বাড়ার কারণে এর সমাধানের বিষয়ে জানতে ইতোমধ্যে মালিক সমিতির পক্ষ থেকে তিনটি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আলোচনার মাধ্যমে এর সমাধান হবে বলেও আশা ব্যক্ত করেন মসিউর রহমান রাঙ্গা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক, সহ-সভাপতি আব্দুল মান্নানসহ মালিক সমিতি নেতারা।
প্রসঙ্গত, বুধবার (০৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গেজেটে লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রতি লিটার কেরোসিন ও ডিজেল বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। এর আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হতো ৬৫ টাকা করে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরআইএস