ঢাকা: দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টসের (বিপিবিএল) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের জনপ্রিয় ফুটবলার জামাল ভূঁইয়া। ফলে এখন থেকে খ্যাতিমান এ ফুটবলার বার্জার পেইন্টসের বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বার্জারের অফিসে বাংলাদেশকে তুলে ধরা এই আইকনিক ফুটবলার বার্জারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জারের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নওয়াজ, ব্র্যান্ডস হেড সেঁজুতি সালেক সেতু, মার্কেটিং বিভাগের ক্যাটাগরি ম্যানেজার সাইদ শরীফ রাসেল, প্রােডাক্ট অফিসার আমরিনা রােশনি, প্রােডাক্ট অফিসার সাদমান হুসেইন, ফুটবলার জামাল ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে জামাল ভূঁইয়া বলেন, আমি এই নতুন ক্ষেত্রে কাজ করতে অত্যন্ত উৎসাহী। বিশেষ করে এই অংশীদারিত্বের মাধ্যমে বার্জারের ব্যবসায়িক প্রসারে যেমন অবদান রাখতে পারবাে, তেমনি দেশের ফুটবলের জন্যও নতুন কিছু করতে পারবো বলে আশা করছি।
বার্জারের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার একেএম সাদেক নাওয়াজ বলেন, বার্জার মনে করে যে ব্যবসায়িক ভিত্তিতে আমরা শুধু করপোরেট থাকবো তাই নয়, বরং সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ আছে। সেদিক থেকে আমরা এর আগেও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং এখনো আমাদের বিভিন্ন কমর্সূচি আছে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন ফুটবলের প্রতি আগ্রহী হয়ে উঠে, আমরা সেটি চাই।
উল্লেখ্য, ৩১ বছর বয়সী জামাল ভূঁইয়া এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক এবং লিগ ফুটবল প্রেমীদের তার দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে মুগ্ধ করে যাচ্ছেন। আর এর আগে জয়া আহসান, শাকিব খান এবং নুসরাত ফারিয়ার মতাে জনপ্রিয় তারকাদের বার্জার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এইচএমএস/কেএআর