ঢাকা: রাজধানীর সোয়ারীঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় জুতার কারখানার পাশের কাঁচাবাজারটি পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (০৫ নভেম্বর) ভোরে সোয়ারিঘাট কামালবাগ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সোয়ারিঘাট কামালবাগ এলাকায় জুতা কারখানার পাশেই একটি ছোট কাঁচা বাজারটি পুড়ে ছাই হয়ে গেছে। কাঁচা বাজারটিতে রয়েছে কাঁচা আলু, পেঁয়াজ, রসুন, আদা, এছাড়াও শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলা, শাক-সবজি ও পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও বাজারের একপাশে রয়েছে পান সুপারির দোকান সেটিও পুড়ে ছাই হয়ে গেছে।
ভুক্তভোগী দোকানদার লিটন মিয়া বাংলানিউজকে জানায়, রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম আগুন লেগেছিল তখন আমি খবর পাইনি পরে যখন খবর পেয়ে বাজারে চলে আসি, এসে দেখি আমার দোকানের প্রায় সম্পূর্ণ মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার এই ক্ষতি আমি কিভাবে পূরণ করবো জানিনা।
এছাড়া স্থানীয় বাসিন্দা আজিজ মিয়া জানান, এইতো দোকানের পাশে আমার বাড়ি। রাতে যখন আগুন লাগে আমি ফায়ার সার্ভিসকে ফোন দেই খবর পেয়ে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে চলে আসে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু আগুন নেভাতে নেভাতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এবং পাঁচজন লোক আগুনে পুড়ে মারা যান।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে পুরান ঢাকার সোয়ারীঘাটে কামালবাগ এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এনটি