নীলফামারী: শহর দিনে কয়েকবার ঝাড়ু দেওয়া হচ্ছে। বাসা-বাড়ির ময়লা তুলে নিয়ে যাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা।
এ কাজ তদারকি করছে পৌর পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন।
৩৪ দশমিক ১০ বর্গকিলোমিটার আয়তনের সৈয়দপুর পৌরসভায় রয়েছে মোট ১৫টি ওয়ার্ড। ওয়ার্ডের প্রতিটি বাড়িতে কন্টেনার সরবরাহ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থাটি। সপ্তাহে তিনদিন বাড়ি বাড়ি গিয়ে হুইসেল বাজিয়ে ময়লা-আবর্জনা তুলে নিচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। শহরকে ঝকঝকে তকতকে রাখতে প্রতিদিনই ঝাড়ু দেওয়া হচ্ছে। আধুনিক পরিচ্ছন্ন শহর গড়তে পৌর পরিষদ কাজ করে চলেছেন।
এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী নজরুল ইসলাম তপাদার জানান, পৌরসভার নয়াবাজার এলাকায় বৃহৎ আকারে গড়ে তোলা হচ্ছে আধুনিক মানববর্জ্য শোধনাগার। পরে বাসা-বাড়ির ময়লা ও আবর্জনা এ শোধনাগারে নেওয়া হবে। সেখানে তৈরি হবে উন্নতমানের সার। এ শোধনাগারে ট্রেনিং সেন্টার হিসেবেও কাজ করবে। এ প্রকল্পের কাজ প্রায় সমাপ্তির পথে। এরই মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এটি দেখে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।
শহরের পুরাতন বাবুপাড়ার গৃহিনী ফজিলা আলম জানান, পৌরসভার সরবরাহকৃত কন্টেনারে বাসা-বাড়ির ময়লা-আবর্জনা রেখে পরে পরিচ্ছন্নতা কর্মীরা হুইসেল বাজিয়ে নিয়ে যাচ্ছেন। এ জন্য প্রতিমাসে ৫০ টাকা করে দিতে হচ্ছে। এ উদ্যোগের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিন আকতার, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবায়দুর রহমান মিন্টু জানান, পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। সৈয়দপুরে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার কারণে প্রতিদিনই ভিআইপি ও সিআইপিরা যাতায়াত করে থাকেন। ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে সার্বক্ষণিক তদারকি করছেন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরা।
তারা উল্লেখ করে বলেন, মানববর্জ্য শোধনাগারটির উদ্যোগ প্রয়াত মেয়র আমজাদ হোসেন সরকারের সময়ে নেওয়া হয়। এটি পুরোপুরি চালু হলে শহরে আর ময়লা-আবর্জনা খুঁজে পাওয়া যাবে না।
এ প্রসঙ্গে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বলেন, শহর পরিষ্কার রাখা সবার দায়িত্ব। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি। আমরা নিজেরা নিজের আবাসস্থল ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে এমনিতেই পরিবেশ সুন্দর হবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
এসআই