ঢাকা: সরকার হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালেন পরিবহন ধর্মঘট। ফলে বাজারে সবজিসহ নিত্যপণ্যের সরবরাহ কিছুটা কমেছে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হলেও অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে পণ্যবাহী ট্রাক কম এসেছে বলে জানিয়েছেন বিভিন্ন আড়তের ব্যবসায়ীরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শুক্রবার দুপুরে ছোট ছোট পিকআপ ভ্যানে করে কিছু পণ্য বাজারে এসেছে। আর কয়েকটি ট্রাক আসলেও সেগুলোর জন্য ব্যবসায়ীদের গুণতে হয়েছে অতিরিক্ত ভাড়া।
এদিকে পণ্য সরবরাহ কম হওয়ায় এবং পরিবহনে খরচ বাড়ায় কাঁচাবাজারে পণ্যের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা। তাদের মতে, পণ্য পরিবহন বন্ধ হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসতে পারছে না সবজি। সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় বরাবরের মতোই সবজির দামও কিছুটা বাড়বে এটাই স্বাভাবিক। আর তার সঙ্গে অতিরিক্ত পরিবহন খরচ তো আছেই।
রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, পচনশীল পণ্য হওয়ায় সরবরাহ সঙ্কটের তাৎক্ষণিক প্রভাব পড়ে তরকারির বাজারে। কিন্তু চাল, ডালসহ অন্যান্য নিত্যপণ্যে প্রভাবটা পড়তে একটু সময় লাগে।
তিনি যোগ করেন, পণ্যের দামে এখনও অবরোধের প্রভাব পড়েনি। তবে অবরোধ উঠে গেলেই এই প্রভাবটা পড়বে। কারণ দুইদিন যেসব মালিক ট্রাক চলাচল করতে দেবেন না, তারা বেশি দামে পণ্য পরিবহন করবেন। ফলে সামনে আরও বেশ কিছুদিন হয়তো ভুগতে হবে ক্রেতাদের।
এর আগে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিকরা এ সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এইচএমএস/এমএমজেড