ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সুমি অধিকারী (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নয় বছর আগে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের ডা. মোহন অধিকারীর মেয়ে সুমি অধিকারীর বিয়ে হয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাগুয়ান গ্রামের রনি অধিকারীর সঙ্গে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন রনির স্ত্রী সুমি। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন অর রশিদ বাংলানিউজকে জানান, সুমির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এটি আত্মহত্যা নাকি হত্যা তার প্রকৃত কারণ সম্পর্কে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসআরএস