জয়পুরহাট: জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ধর্মের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাকে এক চুলও ছাড় দেওয়া হবে না। হতে পারে সে ইকবাল, পরিতোষ কিংবা অন্য ধর্মাবলম্বীর।
শুক্রবার (০৫ নভেম্বর) দুপুর ১২টায় জয়পুরহাট সদর উপজেলার কড়ই নুরুল হুদা কামিল এম এ মাদরাসার ২ কোটি টাকার নিজস্ব অর্থায়নে আধুনিক ছাত্রাবাস নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বাংলাদেশে যেই ধর্মের অবমাননা করবেন, তাকেই কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সে যে ধর্মেরই হোক না কেন। অন্যের ধর্মের প্রতি সম্মান করা সুন্নত।
জেলা প্রশাসক ও কড়ই নুরুল হুদা কামিল এম এ মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০২১
আরএ