সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আল-আমিন সরকারের নির্বাচনী ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের স্বপ্নচুঁড়া ক্লাব (বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস) থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বপ্নচুঁড়া ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় সেখানে আল আমিন চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির বেশ কয়েক জন সদস্য ক্লাবে উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবই পালিয়ে যান। পরে ক্লাবে ঢুকে সেখান থেকে ২টি রামদা, ১টি হাসুয়া ও ৪৮টি লাঠি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এসব দেশীয় অস্ত্র নির্বাচনী প্রচারণায় সহিংসতা চালানোর জন্য ওই ক্লাবে আনা হয়েছিল বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাতে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, নির্বাচনে তার ব্যাপক জনসমর্থন থাকায় বিপক্ষ দল তাকে ফাঁসানোর জন্য এবং তার সম্মান ক্ষুন্ন করার জন্য ওই ক্লাবে দেশীয় অস্ত্র রেখে পুলিশকে ফোন দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫,২০২১
এসআইএস