সাভার (ঢাকা): শুক্রবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সাভারে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়।
শিক্ষার্থীদের হঠাৎ এ কর্মসূচিতে রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরাও যোগ দেন। পরে একে একে তাদের সঙ্গে একাত্মতা জানান সাধারণ সড়ক ব্যবহারকারীরাও। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা সকাল থেকেই বিপাকে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যানবাহন সঙ্কটে আটকে পড়া কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা সকালে প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে নিজেরাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড ও ফুলবাড়িয়া স্ট্যান্ডে অবরোধ গড়ে তোলেন। এতে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
মিরপুর সরকারি বাঙলা কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী আবরার হোসেন জানান, ভোরে তিনি ভর্তি পরীক্ষার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পর্যন্ত এসে কোনো গাড়ি পাননি। কোনো উপায় না পেয়ে তিনি রিকশায় করে সাভার বাজার বাসস্ট্যান্ডের এসে দেখতে পান তার মতো অনেকেই মহাসড়কে যানবাহনের অপেক্ষায় আছেন। একপর্যায়ে দীর্ঘ সময় অবস্থানের পর ক্ষোভে ফেটে পড়ে তারা নিজেরাই মহাসড়ক অবরোধ শুরু করেন। পরে তাদের সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ছাড়াও সাধারণ যানবাহনকারীরা যোগ দেন।
হঠাৎ এ কর্মসূচিতে ব্যক্তিগত যানবাহনে করে ঢাকা যাওয়ার পথে শিমুলতলা আটকে পড়েন ঢাবি অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাসনিয়া রহমান। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, নিজেদের ব্যক্তিগত যানবাহন থাকলেও তিনি শিক্ষার্থীদের এ কর্মসূচিকে সমর্থন করেন। তার ভাষায় নিজেদের ব্যক্তিগত যানবাহনে করে কেউ পরীক্ষার হলে যেতে পারবে আর পরিবহন ধর্মঘটে কেউ আটকে থাকবে— এটা হতে পারে না।
এদিকে, আগামী রোববার (০৭ নভেম্বর) থেকে শুরু হবে জাবির ভর্তি পরীক্ষা। ১ হাজার ৯০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন। দূর-দূরান্ত থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকেই পথে নেমে ভোগান্তির মুখে পড়েছেন। ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা সাভার এলাকার আত্মীয়-স্বজনদের বাসায় ইতোমধ্যে আসা শুরু করেছেন। অনেকে আবার সাভারের আবাসিক হোটেলগুলোতে অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন। ধর্মঘটের কারণে তারা সাভারে আসতে পারবেন কিনা, দুশ্চিন্তায় রয়েছেন।
ধর্মঘটের ব্যাপারে জাবির প্রক্টর ফিরোজ-উল-হাসান বলেন, আমাদের ভর্তি পরীক্ষা আগামী ০৭ তারিখ শুরু হবে। আশা রাখি আজকের এ ধর্মঘটের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, ধর্মঘটের কারণে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে সাভারের ফুলবাড়ী এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এসআরএস