দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৫ নভেম্বর) দুপুরে ভাদুরিয়া ইউনিয়নের নির্শা কাজল দিঘি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কাজলদিঘী গ্রামের আলহাজ্ব হাফিজুল ইসলাম (৭৫) ও তার স্ত্রী ফেন্সি আরা বেগম (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন স্বামী-স্ত্রী। রাতে কে বা কারা তাদের বাড়িতে ঢুকে শ্বাসরুদ্ধভাবে হত্যা করে পালিয়ে যায়। সকালে ঘরের দরজা না খোলায় স্থানীয় কয়েকজন অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারিনি। তদন্ত করে বিষয়টি বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এনএইচআর