ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বন রক্ষায় আমাদের অঙ্গীকারের ঘাটতি নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
বন রক্ষায় আমাদের অঙ্গীকারের ঘাটতি নেই

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বন রক্ষায় আমাদের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। আমাদের অঙ্গীকারের কোনো ঘাটতি নেই।

 

শুক্রবার (৫ নভেম্বর) লন্ডন থেকে জুম প্ল্যাটফর্মে এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিশ্ব জলবায়ু সম্মেলনে বনভূমি রক্ষায় ১২৬টি দেশ সই করলেও বাংলাদেশ কেন সই করেনি, এ বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, যে কোনো দেশে ২৫ শতাংশ বনভূমি থাকতে হয়। আর আমাদের রয়েছে ২৪ শতাংশ বনভূমি। সে কারণে আমরা ওই প্রস্তাবে সই করিনি। যেসব দেশের বনভূমি নষ্ট হচ্ছে, যাদের বনে ঘাটতি রয়েছে, তারাই ওই প্রস্তাবে সই করেছে।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বের হয়নি। তবে আমরা বেরিয়ে আসছি। এটা আমাদের জন্য খুব ইতিবাচক।

ড. মোমেন বলেন, এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা ঢাকা-গ্লাসগো ঘোষণায় গৃহীত হয়েছে।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।