ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশ রক্ষার সচেতনা বৃদ্ধিতে ম্যারাথন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
পরিবেশ রক্ষার সচেতনা বৃদ্ধিতে ম্যারাথন বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: পরিবেশ রক্ষার সচেতনা তৈরিতে ম্যারাথন অনুষ্ঠিত হলো বড়লেখা উপজেলায়। এতে অংশ নেন ১৯৭ জন প্রতিযোগী।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে ‘রক্ষা করি পরিবেশ, গড়ি সোনার বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে সিলেট রানার্স সোসাইটির আয়োজনে এবং বড়লেখা ওয়ারিয়র্সের ব্যবস্থাপনায় ম্যারাথনের আয়োজন করা হয়।

জানা গেছে, পরিবেশ রক্ষায় সচেতনতার পাশাপাশি দেশের অন্যতম বড় জলপ্রপাত মাধবকুণ্ড ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশের মানুষের কাছে উপস্থাপন করতেই এমন আয়োজন। এর সার্বিক সহযোগিতায় ছিল বড়লেখা উপজেলা প্রশাসন ও স্থানীয় সংগঠন দুর্বার মুক্ত স্কাউট।

আয়োজক সূত্রে জানা গেছে, বড়লেখা থানা এলাকা থেকে ভোর সাড়ে ৬টায় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌড় শুরু হয়। মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় গিয়ে এ দৌড় শেষ হয়। দৌড় শেষ করার জন্য সময় ছিল ১০০ মিনিট। প্রতিযোগিতায় বড়লেখাসহ দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ১২ থেকে ৭৩ বছর বয়সীরাও ছিলেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক, ইটাউরি হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নুল ইসলাম।

ম্যারাথনে অংশ নিয়ে পুরুষ পর্যায়ে প্রথম হয়েছেন খুলনার আসিফ বিশ্বাস এবং নারী পর্যায়ে প্রথম হয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুভি সূত্রদর। পুরুষ পর্যায়ে তিন জন ও নারী পার্যায়ে তিন জনসহ মোট ছয় জনকে নগদ অর্থ, মেডেল ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে মেডেল ও সম্মাননা সনদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।