নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফরিদ সর্দার (৪৫) নামে হত্যা মামলার এক আসামিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
নিহত ফরিদ সর্দার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আলোচিত নোব্বা চোরা হত্যা মামলার আসামি ফরিদ তার বন্ধু চান মিয়াকে নিয়ে স্থানীয় বাংলা বাজারে ইরি ধান কিনতে যান। একপর্যায়ে বাংলা বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন।
পথে তিনি উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা জোব্বা চোরার লোকজন তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ফরিদ সর্দার স্থানীয় নোব্বা চোরা হত্যা মামলার আসামি। শক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
আরএ