মেহেরপুর: অবশেষে ব্যবসায়ীর সেই আগ্নেয়াস্ত্রটি জমা নিয়েছেন গাংনী থানা পুলিশ। আগ্নেয়াস্ত্রটির বৈধ লাইসেন্সসহ মালিক ব্যবসায়ী আব্দুল হান্নানকে থানায় ডেকে নিয়ে অস্ত্রটি জমা নেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, শুক্রবার (৫ নভেম্বর) রাতে অস্ত্রটি থানায় জমা দিয়েছেন ব্যবসায়ী আব্দুল হান্নান।
গাংনী মহিলা কলেজপাড়া এলাকার বাসিন্দা প্রবাস ফেরত ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, গত ৩ নভেম্বর এ উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলজার হোসেনের জনসভায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেন। মঞ্চে প্রধান অতিথি এমএ খালেকের পেছনে দাঁড়িয়ে থাকেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয়। সমালোচনার মুখে পড়ে পুলিশ প্রশাসনসহ নির্বাচন কমিশন। পর ওই ব্যক্তিকে ডেকে এনে বৈধ কাগজপত্র দেখে আইন প্রক্রিয়ার মাধ্যমে অস্ত্রটি থানায় জমা রাখা হয়েছে।
ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, অস্ত্রটি আমার নামে বৈধ লাইসেন্স আছে। ওসি সাহেব অস্ত্রও লাইসেন্স নিয়ে দেখা করতে বলেছিলেন। আমি অস্ত্র জমা দিয়েছি।
গত বুধবার (৩ নভেম্বর) বিকেল গাংনী উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী গোলজার হোসেনের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
নির্বাচনী কর্মী সভার মঞ্চে প্রধান অতিথির পাশেই শর্টগান নিয়ে মহড়া দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসেন ব্যবসায়ী আব্দুল হান্নান।
>>> আ.লীগ প্রার্থীর সভায় অস্ত্র হাতে কে?
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এনটি