ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ইমামগঞ্জে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ইমামগঞ্জে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বাংলানিউজকে বলেন, ইমামগঞ্জে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি ভবনের তৃতীয় তলায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে না এলেও ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের লোকজন কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে।
লালবাগ ডিভিশনের ডিসি জসিম উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থল ফোর্স নিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করি। পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। তিনি আরও বলেন, এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এজেডএস/আরবি