ঢাকা: ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, পুরান ঢাকার এস নেসা প্লাজা নামের ছয়তলা ভবনটির সিঁড়ি ছিল মাত্র এক থেকে দেড় ফুট চওড়া। সিঁড়ি দিয়ে একজন মানুষ উঠানামা করা সম্ভব না।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকার এস নেসা প্লাজা নামের একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণের পর তিনি এ কথা বলেন।
অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, আগুল লাগা ভবনটিতে কোনো কেমিক্যাল ছিল না। ভবনটিতে ছিল প্লাস্টিক ও মেলামাইনের স্তূপ। সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়।
আগুনের সূত্রপাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অন্য কোনো কারণে। তবে নিশ্চিতভাবে এখনই আমরা বলতে পারছি না। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি হবে, এরপর নিশ্চিতভাবে বলা যাবে আগুনের সূত্রপাত সম্পর্কে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে এস নেসা প্লাজা ভবনের ওই প্লাস্টিকের গোডাউনে আগুনের সূত্রপাত হলে শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। এরপর টানা দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা।
আরও পড়ুন...
পুরান ঢাকায় প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এজেডএস/আরবি