ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনী ব্যানার লাগাতে গিয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
নির্বাচনী ব্যানার লাগাতে গিয়ে একজনের মৃত্যু এই ভবন থেকে পড়ে আতিকের মৃত্যু হয়। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে সাততলা ভবন ছাদ থেকে পড়ে আতিক নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় তানজিম কবির সজু নামের কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। আহত একজনের নাম মেহেদী। তবে, আরেকজনের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন ব্যক্তি ছাদে উঠে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ছাদ থেকে পড়ে একজন মারা গেছেন। আহত আরেকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ছাদ থেকে তিনজন পড়ে গেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী তানজিম কবির সজু বলেন, শুনলাম পোলাপান নাকি ব্যানার ঠিক করতে গিয়ে পড়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।