ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়নে সহায়তা দেবে তুরস্ক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়নে সহায়তা দেবে তুরস্ক 

কক্সবাজার: বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, কক্সবাজার প্রেসক্লাবের উন্নয়নে তুরস্ক সহায়তা দেবে, সাংবদিকদের মানোন্নয়নে ইন্টারনেট, যাতায়াত সুবিধা সহজতর করতে সহায়তা দেওয়া হবে।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে কক্সবাজারে প্রেসক্লাব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে এ সময় অন্যান্যদের মধ্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার শাহ্ রেজওয়ান হায়াত, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার সামছু-দৌজা, তুর্কির সরকারি সাহায্য সংস্থা টিকার ডেপুটি ডিরেক্টর আহমেদ ফারুক মোসতাকুগলো উপস্থিত ছিলেন।  

এ সময় রাষ্ট্রদূতের হাতে নির্মানাধীন প্রেসক্লাবের জন্যে সহযোগিতা চেয়ে আবেদন  তুলে দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। এ সময় প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বিএফইউজে সদস্য আব্দুল কুদ্দুস রানা, প্রেসক্লাব সদস্য ইকরাম চৌধুরী টিপু, জাহেদ সরওয়ার সোহেল,মোহাম্মদ জুনাইদ  উপস্থিত ছিলেন।  

রাষ্ট্রদূত তুরান বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে টিকা, দিয়ানাত, তুর্কি রেডক্রিসেন্ট, আফাদ এ চারটি তুরস্কের সরকারি সাহায্য সংস্থা কাজ করছে বাংলাদেশে। সেসঙ্গে কক্সবাজারের প্রেসক্লাবের নির্মাণ কাজেও সহায়তা দেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।  

তুরস্কের রাষ্ট্রদূত দুইদিনের সফরে শনিবার (১৩ নভেম্বর) কক্সবাজার আসেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকতাদের সঙ্গে বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।