ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দুই বছরের মেয়েকে মসজিদের সামনে রেখে উধাও মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
দুই বছরের মেয়েকে মসজিদের সামনে রেখে উধাও মা বাবার কোলে শিশু আয়েশা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে গত ১৬ নভেম্বর আয়েশা সিদ্দিকা নামে দুই বছরের মেয়েকে রেখে  উধাও হন মা জান্নাতুল ফেরদৌস মিতু। অবশেষে সেই শিশুর পরিবারের সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে বাবা ও দাদার হাতে শিশুটিকে তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের জয়পুরা পুরান বাড়ীর আজাদ হোসেনের মেয়ে শিশু আয়েশা।

গত ১৬ নভেম্বর মা তাকে হাজীগঞ্জ বড় মসজিদের নারীদের নামাজ পড়ার কক্ষের সামনে রেখে চলে যান। পরবর্তীতে শিশুর বাবাকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলেন। রাতে বাবা আজাদ হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে  চৌঁছে মেয়েকে না পেয়ে বাড়ি চলে যান।

এদিকে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ৯৯৯ কল করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওুস) হারুনুর রশিদ উদ্যোগে শিশুটিকে হাজীগঞ্জ সমাজসেবা কর্মকর্তার কাছে রাখা হয়।

ইউএনও শিশুটিকে নতুন জামাকাপড় কিনে দিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এদিকে পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) আয়েশাকে দেখে চিনতে পেরে হাজীগঞ্জ থানায় যোগাযোগ করেন।

এরপর শুক্রবার সকালে উপযুক্ত পরিচয়ের পর বাবা আজাদ হোসেন, দাদা সফিকুল ইসলাম, নানী ও খালার উপস্থিতিতে শিশু আয়েশাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আজাদ হোসেন বাংলানিউজকে বলেন, জান্নাতুল ফেরদৌস মিতুকে প্রেম করে বিয়ে করেন। সে গত ৫-৬ মাস যাবত বাবার বাড়ী শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নে পাথৈর গ্রামে থাকতো। হঠাৎ কেনো মেয়েকে মসজিদের সামনে রেখে উধাও হয়ে গেল বুঝতে পারছি না। তার মুঠো ফোনটিও এখন বন্ধ রয়েছে।

শিশুটি হস্তান্তরের সময় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর বড়ুয়া, সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী জসিমউদ্দিন, রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সূচীপাড়া উত্তর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী বেগমসহ শিশুর নানী ও খালা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।