ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনী পোস্টার লাগানো নিয়ে গুলি, আহত ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
নির্বাচনী পোস্টার লাগানো নিয়ে গুলি, আহত ২ ...

বেনাপোল (যশোর): বেনাপোলের শার্শায় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এসময় দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

 

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়নের পাঁচ ভূলট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতরা হলেন-গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের ময়নুদ্দিনের ছেলে ফজের আলী ও একই এলাকার আজিবর রহমানের ছেলে আশরাফুল ইসলাম।  

জানা যায়, উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়ন নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুর রশিদের বিপক্ষে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন সাবেক মেম্বার তবিবর রহমান। নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু থেকেই উত্তেজনা চলছে। ফলে আজ দুপুরে পাঁচভূলট এলাকায় স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমানের সমর্থকেরা নির্বাচনী পোস্টার লাগাতে গেলে নৌকা প্রার্থীর সমর্থকরা তাদের বাধা দেয়। এতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নৌকার প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফজর আলী, আশরাফুল ইসলাম নামে দুই জন গুলিবিদ্ধ হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর হয়। এছাড়া এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।