ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ক্ষতি প্রায় ১০ কোটি 

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ক্ষতি প্রায় ১০ কোটি  আগুনে পুড়ছে প্লাস্টিক কারখানা।

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা শুনকির টেক এলাকায় ডেইরিক ডট বাংলাদেশ নামে একটি প্লাস্টিক (ওয়ান টাম) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে কারখার মালিক মো. শামিম হোসেন।

শামিম হোসেন জানান, কারখানায় প্রায় ২৫টি মেশিন এবং কয়েক কোটি টাকার মালামাল মজুদ ছিল। একটি মেশিনের মূল্য প্রায় দেড় কোটি টাকা। কারখানাটি বন্ধ থাকায় কোনো শ্রমিক ছিল না। স্থানীয় লোকজন ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কারখানাটি ধ্বংসস্তুপে পরিণত হয়।  

ব্যস্ততার কারণে ফায়ার সার্ভিসে ডিএডি হাফিজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।