ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক নঈম নিজাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক নঈম নিজাম তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে ট্রাব আজীবন সম্মাননা নিচ্ছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম -ছবি জিএম মুজিবুর

ঢাকা: সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা দিয়েছে 'টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)'।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় অন্যান্য বিশিষ্ট অতিথি এবং শিল্পীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম - ছবি জি এম মুজিবুর

সম্মাননা পাওয়ার অনুভূতি এবং ট্রাব কর্তৃপক্ষে ধন্যবাদ জানিয়ে নঈম নিজাম বলেন, আগামীতে যেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের অগ্রগতিকে এগিয়ে নেওয়ার কাজ করতে পারি এই প্রত্যাশা।

এছাড়া অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, অভিনেতা মাহমুদ সাজ্জাদ (মরণোত্তর) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হামিদা খানমকেও আজীবন সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এইচএমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।