ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাবা-ছেলের মরদেহ উদ্ধার: স্ত্রীর রিমান্ড চায় পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
বাবা-ছেলের মরদেহ উদ্ধার: স্ত্রীর রিমান্ড চায় পুলিশ বাবা-ছেলের মরদেহ।

নেত্রকোনা: নেত্রকোনায় একই ঘর থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নিহত কাইয়ুমের ছোট ভাই মোস্তাফিজুর রহমান। তিনি বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলাটি করেন।

মামলায় কাইয়ুমের স্ত্রী ছালমা খাতুনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। এদিকে পুলিশ নিহতের স্ত্রী ছালমা খাতুনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করেছে।  
 
এর আগে মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে মরদেহ দুটির ময়নাতদন্ত করেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ এবং টিটু রায়।

চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, মৃত্যুর কারণ এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি স্পষ্ট না হওয়ায় দুজনেরই ভিসারা সংগ্রহ করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ছালমা খাতুনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে।  

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের নাগড়া এলাকার একটি ভবনের চারতলা থেকে পুলিশ আবদুল কাইয়ুম সরদার (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিলের মরদেহ উদ্ধার করে।

নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, নিহত কাইয়ুমের ভাই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় শুক্রবার বিকেলে মামলা করেন। কাইয়ুমের স্ত্রী ছালমা খাতুনকে গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

** জেগে দেখলেন স্বামী-সন্তান ফ্যানের সঙ্গে ঝুলছে

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।