ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ২ ...

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ৬০ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে বালুখালীর বাজারে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন উখিয়ার থাইংখালী কামাল উদ্দিনের ছেলে তারেকুর রহমান (২৫) ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে জসীম উদ্দিন (২২)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার বালুখালী বাজারে ইয়াবা বেচা কেনার হচ্ছে এমন সংবাদে র‍্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় হাতেনাতে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক দুই ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।