ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে জেলে অপহরণ, ট্রলার ভাঙচুর মুক্তিপণ দাবি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
বঙ্গোপসাগরে জেলে অপহরণ, ট্রলার ভাঙচুর মুক্তিপণ দাবি বরগুনার মানচিত্র

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের মোহনা থেকে ১২ জনকে পিটিয়ে ট্রলার ভাঙচুর করে সর্বস্ব লুটে নিয়ে ট্রলার মালিক নেছার খানকে অপহরণ করেছে দস্যুরা।  

শনিবার (২০ নভেম্বর) ভোর রাতের দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

অপহৃত নেছার খান এফবি মা ট্রলারের মালিক। তার বাড়ি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বাদুরতলা গ্রামের নেছার খানের মালিকানা এফবি মা ট্রলারের জেলেরা শুক্রবার রাতে জাল ফেলে ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোর রাতে একদল দস্যু হামলা করে মাছ, তেল রসদ সামগ্রী লুটে নেয় এবং ১২ জন জেলেকে মেরে গুরুতর আহত করে। পরে ট্রলার ভাঙচুর করে ট্রলার মালিক নেছারকে অপহরণ করে নিয়ে যায়।

তবে কত টাকা মুক্তিপণ চেয়েছে তা জানায়নি দস্যুরা। এ ঘটনায় দস্যু বাহিনীর নামও জানা যায়নি‌ মালিক সমিতি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।