ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাগরিকা ট্রেন থেকে ১০৪ ভরি স্বর্ণসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
সাগরিকা ট্রেন থেকে ১০৪ ভরি স্বর্ণসহ যুবক আটক

চাঁদপুর: চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে ১০৪ ভরি (১ কেজি ২১৯ গ্রাম) স্বর্ণেরবারসহ আন্তজেলা স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য শুপ্লব ধরকে (৩৪) আটক করেছে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ।  

শনিবার (২০ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে আটক করে চাঁদপুর আদালতে পাঠায়।

জব্দকৃত স্বর্ণের অনুমানিক মূল্য ৬৮ লাখ ৫৫ হাজার টাকা।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে চাঁদপুর স্টেশন থেকে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ্ বাহারর নেতৃত্বে তাকে আটক করা হয়। আটক শুপ্লব চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর বনিক পাড়ার অজিত ধরের ছেলে।

রেলওয়ে থানার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপ-পরিদর্শক (এসআই) রাজেন্দ্র প্রসাদ দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান অভিযানে অংশ নেন।

এদিকে, স্বর্ণসহ আটকের বিষয়টি জেনে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল গফুর ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন, জব্দকৃত স্বর্ণেরবার পরীক্ষা-নিরিক্ষা ও আসামির সঙ্গে কথা বলে বিষয়টি সত্যতা প্রমাণিত হওয়ায় পর দুপুরে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ্ বাহার বিষয়টি সাংবাদিকদের জানান।

আটক শুপ্লব জানান, তিনি চট্টগ্রাম হাজারি গল্লী থেকে স্বর্ণেরবার দু’টি নিয়ে ঢাকা তাঁতী বাজার যাচ্ছিলেন।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ্ বাহার বাংলানিউজকে বলেন, আটক শুপ্লব ধরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জব্দকৃত স্বর্ণেরবারসহ তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বের করা ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।