ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
মাদারীপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

মাদারীপুর: মাদারীপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮। মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

আটকরা হলেন- ট্রাক চালক মো. সেলিম রেজা (৫১) ও হেলপার মাসুদ রানা (২০)। আটক দুইজনের বাড়ি সাতক্ষীরা জেলায়।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালকিনি উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডে শুক্রবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮’এর একটি দল। ঢাকা-বরিশাল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করা হয়। এ সময় একটি ট্রাক ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব এবং সেলিম রেজা ও মাসুদ রানা নামে দুইজনকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটি। এছাড়া মাদক বিক্রির ১৬ হাজার ৩৬৫ নগদ টাকাও জব্দ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কিছুদিন ধরে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে মাদারীপুর ও পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করতেন। আটকদের বিরুদ্ধে কালকিনি থানায় মাদক মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।