ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারী নিহত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খঞ্জনা এলাকায় ট্রেনে কাটা পড়ে জেসমিন ও শাহীনুর নামে দুই নারী নিহত হয়েছে।  

রোববার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন (৪২) এবং একই উপজেলার বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)।  

এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকায় হামীম গ্রুপের কারখানায় কাজ করতো জেসমিন ও শাহীনুর। সকালে ওই দুই নারী রেললাইন দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। একপর্যায়ে তারা খঞ্জনা এলাকায় পৌঁছায়। এসময় ওই এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া পারাবত ট্রেন এবং সিলেট থেকে ঢাকাগামী সুরমা ট্রেন অতিক্রম করছিল। এতে ওই দুই নারী বিভিন্ন দিকে ছোটাছুটি করে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ রেললাইন থেকে নিয়ে যায়।  

কালীগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছালাম জানান, ওই দুই নারী কাজে কারখানায় যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা। পরে নিহতদের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।  

আড়িখোলা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে ওই দুই নারী নিহত হন।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।