ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাউন্সিলর হত্যা: পঁয়তাল্লিশ মিনিট ধরে গুলি চলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
কাউন্সিলর হত্যা: পঁয়তাল্লিশ মিনিট ধরে গুলি চলে ঘটনাস্থল।

কুমিল্লা: কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। পরে অফিসের ভেতরে গুলিবিদ্ধ সোহেলসহ চারজনকে রেখে দুর্বৃত্তরা বাইরে থেকে শাটারে তালা লাগিয়ে দেয়।

পরে স্থানীয়রা তালা ভেঙে তাদের উদ্ধার করে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এমন বর্ণনা দেন ওই ঘটনায় গুলিবিদ্ধ মো. রাসেল। তার বাড়ি নগরীর দ্বিতীয় মুরাদপুরে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাসেল জানান, গুলির শব্দ শুনে তিনি এগিয়ে গিয়ে দেখেন কাউন্সিলর সোহেলকে অফিসে ঢুকে গুলি করে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় তারা মুহুর্মুহু গুলি ও ককটেল ছোড়ে। পরে তিনি এগিয়ে গেলে তাকেও গুলি করে তারা। তার হাঁটুর নিচে গুলি লাগে।

প্রত্যক্ষদর্শী অন্তত ১০ জন জানান, পাথুরিয়া পাড়ার জগন্নাথ মন্দির এলাকার তিন রাস্তার মাথায় অবস্থিত দোকান ঘরটিতে প্রথমে কাউন্সিলরকে সালাম দিয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা সবাই কালো পোশাক ও মুখোশ পরা ছিল। তখন আসর নামাজের জামাত হচ্ছিল। প্রথমদিকে র‌্যাবের লোকজন মনে করে কোনো প্রতিরোধ বা বিষয়টি নিয়ে ভাবার চেষ্টা করেননি কেউ। হঠাৎ গুলির শব্দ ভেসে আসে।  
জানা যায়, কাউন্সিলর সোহেলের মাথায় গুলি করা হয়। এসময় সহযোগী বাদল বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও গুলি করা হয়। বাদল মারা যাওয়ার ভান করে মেঝেতে লুটিয়ে পড়েন। পাশে থাকা হরিপদ ও আরও একজনকেও গুলি করে দুর্বৃত্তরা। গুলি চলা অবস্থাতেই বাইরে থেকে শাটার বন্ধ করে দেওয়া হয়। তিন রাস্তার তিন দিকে তিনজন ফাঁকা গুলি ছুড়তে থাকে। পরিস্থিতি ভয়াবহ চিন্তা করে স্থানীয়রা ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধের চেষ্টা করে। এভাবে পঁয়তাল্লিশ মিনিট চলে গুলি, ককটেল বিস্ফোরণ ও স্থানীয়দের নিরস্ত্র প্রতিরোধের চেষ্টা চলতে থাকে। এসময় ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধ করতে যাওয়া আরও তিনজনকেও গুলি করে হামলাকারীরা। ৪৫ মিনিট পর হামলাকারীরা শাটার বন্ধ করে তালা দিয়ে বউবাজার এলাকার দিকে পালিয়ে যায়। স্থানীয়রা তালা ভেঙে কাউন্সিলর সোহেলসহ চারজনকে উদ্ধার করে।  

জানা যায়, সোমবার নগরীর পাথুরিয়া পাড়া এলাকায় কার্যালয়ে ঢুকে কাউন্সিলরকে গুলি করে দুর্বৃত্তরা। এতে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা যান। গুলিবিদ্ধ হন আরও ৫ জন।

আরও পড়ুন>
** শাহআলমের সঙ্গে দ্বন্দ্ব ছিল কাউন্সিলর সোহেলের
** ওরা এসেছিল সাতটি মোটরসাইকেলে
**কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জনকে গুলি করে হত্যা
**অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি, কাউন্সিলরসহ ৯ জন গুলিবিদ্ধ

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।