ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুর রোড অবরোধ করেছে শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
মিরপুর রোড অবরোধ করেছে শিক্ষার্থীরা মিরপুর রোড অবরোধ করেছে শিক্ষার্থীরা

ঢাকা: বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা রাজধানী ধানমন্ডির মিরপুর রোড অবরোধ করে রেখেছে।

শনিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় কয়েকটি স্কুল, কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ এর মাথায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

এ তথ্য নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইকরাম আলী।

তিনি বাংলানিউজকে বলেন, ধানমন্ডি ২৭ নম্বর রোডের মাথায় মিরপুর সড়কে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবি নিয়ে অবস্থান করছেন। দাবিগুলো হচ্ছে- বাসে হাফ ভাড়া কার্যকর করতে হবে। নটর ডেম কলেজের শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় গাড়িচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া আরও কয়েকটি দাবির কথা উল্লেখ করেছেন তারা।

তিনি আরও বলেন, সড়কে ছাত্র-ছাত্রীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ আছে।

ঘটনাস্থল থেকে একটি সূত্র জানান, সেন্ট যোসেফ স্কুল, ধানমন্ডি বয়েজ স্কুল  অ্যান্ড কলেজসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সেখানে অবস্থান করছেন। ঘটনাস্থল শেরেবাংলানগর, মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার মধ্যে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।